মানুষ হব কত স্বপ্নই তো চাপা পরে গেছে, , কত কষ্টই তো রক্তে মিশে গেছে, কত যন্ত্রণাই তো আজ পোকার মত, বুকের ভেতর কুট কুট করে কামড়ায়,রক্ত ঝরায় । কিছু ব্যথা তো সব সময়ই ছায়ার মতো সাথে নিয়ে ঘুরি, তাই তো আমার আলো ভাল লাগে না। কিন্তু আমিও যে মানুষ হতে চাই। বুঝতে শিখলাম কি শুধুই দুঃখ পাওয়ার জন্যে? এক মা, যাকে এখনো কিছুই দিতে পারলাম না। আর এক মা, যাকে পিতা আর স্বামীর গনতন্ত্র গিলে খাচ্ছে। আমায় খাচ্ছে কালো ধোয়া, অপসংস্কৃতি আর টাকার নেশা। প্রকৃতি আর মানুষের দুঃখ কি শুধুই ডিএসএলআরের জন্যে? তাইতো বন্ধুত্বে আমার বিশ্বাস নাই। আমি শুধুই মানুষ হতে চাই। নিজেকে কি কোন দিনও জানতে পারব না? আয়নায় কখনো কাঁদলাম, আবার কখনো হাসলাম। প্রতিশ্রুতি দিয়ে কি ভালবাসা হয়? আমি তো পারি না, আমার ভালবাসা কে তোমরা নোংরামি বল। না পারলাম মুমিন হতে, আমার কুৎসিত হৃদয়। না নাস্তিকতার ফ্যাশন আমায় দিয়ে হল। এখন একা থাকতেই ভাল লাগে। কিন্তু একদিন আমি মানুষ হবই।
How can I rouse my people, make them yearn for something more than pleasant, socially acceptable ways of escaping from life? where my life is testing & trusting all the energies around me :|