Skip to main content

Posts

Showing posts from December 11, 2012

জুয়া

তাশের ঘর আমার, মন আমার জুয়ারি, রঙের দুনিয়া।  রাজা-রানীর খেলায়, অবুঝ গোলাম আমি। তাশের ঘর আমার, মন আমার জুয়ারি, নেশার দুনিয়া। হয় সব বিলা, নয় নাই বিলা,  নিঃস্ব হলাম আমি।