Skip to main content

Posts

Showing posts from December 25, 2012

জিজ্ঞাসা

কিছু হতাশা, সব সময় সাথে নিয়ে ঘুরি, শুধু চাওয়া, না দিতে পারার হতাশা। কিছু কষ্ট সব সময় সাথে নিয়ে ঘুরি, কাঁদতে পারি না। নিজের অক্ষমতা ভুলে অন্যের দুর্বলতা নিয়ে কাটাকাটি। একজনকে দুঃখ দিয়ে, নিজেকে সান্ত্বনা। এমন কবে হবে? যেদিন জেনে শুনে, খারাপ কাজ করবো না। নিজের বিচার করবো, অন্যের জীবন-যাপন করবো না। বাঁচতে শিখব, প্রতিদিন মরবো না।