Skip to main content

Posts

Showing posts from February 12, 2012

ওয়াইম্যাক্স সমাধান

ওয়াইম্যাক্স ব্যাবহারের ক্ষেত্রে কিছু কমন প্রবলেমের সাধারন সমাধানঃ  ১। CINR কম পাচ্ছেন তবে এক্সটেনশন কেবল ব্যবহার করুন । ২। CINR ও RSSI stable থাকছে না। তবে মডেমটা একটু এদিক সেদিক করেন আশা করি CINR ও RSSI বাড়বে। ওয়াইম্যাক্স তরঙ্গ বাতাসের গতিবিধির সাথে অনেকটা সম্পর্কিত তাই মডেম নাড়াচাড়া করলে সমস্যা কিছুটা সমাধান হয়। ৩। আপনি কি চারদিক বিল্ডিং দিয়ে আবদ্ধ ঘরে ওয়াইম্যাক্স ব্যবহার করেন তবে দয়া করে ঘরের জানালা খুলে রাখেন সিগন্যাল ভালো পাবেন। ৪। আপনি কি একটানা ৩-৪ ঘণ্টা ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহার করছেন। তবে এইবার ল্যাপটপ বা পিসিকে ১০ মিনিট রেস্ট দেন। কেননা এতক্ষণ একটানা নেট ব্যবহার করার ফলে ল্যাপটপ বা পিসি গরম হয়ে গেছে। ফলে স্পীড ও অন্যান্য পারফর্মেন্স কমে গেছে। ল্যাপটপ বা পিসিকে ১০ মিনিট রেস্ট দিলে আশা করি উপকার পাবেন। ৫। আপনি কি একটানা ৩-৪ ঘণ্টা ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহার করছেন। তবে আপনার অবশ্যই উচিত ল্যাপটপ বা পিসিকে রিস্টার্ট দেওয়া। কেননা আপনি এতক্ষণ ল্যাপটপ বা পিসি ব্যবহার করার ফলে র‍্যামে প্রচুর ইন্টারনেট ফাইলের লোড জমে আছে + পেজ ফাইল জমে আছে যা আপনার ইন্...