Skip to main content

ওয়াইম্যাক্স সমাধান

ওয়াইম্যাক্স ব্যাবহারের ক্ষেত্রে কিছু কমন প্রবলেমের সাধারন সমাধানঃ

 ১। CINR কম পাচ্ছেন তবে এক্সটেনশন কেবল ব্যবহার করুন ।

২। CINR ও RSSI stable থাকছে না। তবে মডেমটা একটু এদিক সেদিক করেন আশা করি CINR ও RSSI বাড়বে। ওয়াইম্যাক্স তরঙ্গ বাতাসের গতিবিধির সাথে অনেকটা সম্পর্কিত তাই মডেম নাড়াচাড়া করলে সমস্যা কিছুটা সমাধান হয়।

৩। আপনি কি চারদিক বিল্ডিং দিয়ে আবদ্ধ ঘরে ওয়াইম্যাক্স ব্যবহার করেন তবে দয়া করে ঘরের জানালা খুলে রাখেন সিগন্যাল ভালো পাবেন।

৪। আপনি কি একটানা ৩-৪ ঘণ্টা ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহার করছেন। তবে এইবার ল্যাপটপ বা পিসিকে ১০ মিনিট রেস্ট দেন। কেননা এতক্ষণ একটানা নেট ব্যবহার করার ফলে ল্যাপটপ বা পিসি গরম হয়ে গেছে। ফলে স্পীড ও অন্যান্য পারফর্মেন্স কমে গেছে। ল্যাপটপ বা পিসিকে ১০ মিনিট রেস্ট দিলে আশা করি উপকার পাবেন।

৫। আপনি কি একটানা ৩-৪ ঘণ্টা ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহার করছেন। তবে আপনার অবশ্যই উচিত ল্যাপটপ বা পিসিকে রিস্টার্ট দেওয়া। কেননা আপনি এতক্ষণ ল্যাপটপ বা পিসি ব্যবহার করার ফলে র‍্যামে প্রচুর ইন্টারনেট ফাইলের লোড জমে আছে + পেজ ফাইল জমে আছে যা আপনার ইন্টারনেট স্পীড কে স্লো করে দিচ্ছে। রিস্টার্ট দেন অবশ্যই উপকার পাবেন। (যাদের র‍্যাম ২ জিবির কম)

৬। নিয়মিত Browser এর ক্যাশ, হিস্ট্রি ডিলেট করুন স্পীড ভালো থাকবে।

৭। ২ সপ্তাহে ১বার কুকি ডিলেট করুন স্পীড ভালো পাবেন। (যদি প্রচুর অচেনা সাইট ভিজিট করে থাকেন)

৮। অপরিকল্পিত নগরায়ন ও বাড়ি ঘর নির্মাণের ফলে তরঙ্গ নির্ভর সেবাদাতারা সঠিক স্থানে সব সময় বেস স্টেশন বসাতে পারে না। স্বাভাবিক ভাবে তরঙ্গ নির্ভর সেবাদাতাদের তরঙ্গের মাঝে conflict লাগে। সুতরাং আপনার লোকেশন বুঝে সঠিক জায়গা নির্ধারণ করুন ইন্টারনেট ব্যবহার করার জন্য। আশা করি সুফল পাবেন।

৯। তরঙ্গ বাতাস প্রবাহের সাথে সম্পর্কিত সুতরাং কখনো সিগন্যাল খারাপ পেলে আগে বুঝার চেষ্টা করেন বাতাস প্রবাহের কি অবস্থা ও ধৈর্য ধারন করেন। এরপরও সমাধান না হলে সেবাদাতার সাথে যোগাযোগ করেন।

১০। বাড়ির মাঝখানের রুমে ওয়াইম্যাক্স ব্যবহার না করে বাড়ির সাইডের রুমে ওয়াইম্যাক্স ব্যবহার করুন সিগন্যাল ভালো পাবেন। বাড়ির পিলার ও মোটা দেয়াল ওয়াইম্যাক্স সিগন্যালকে বাধা দেয়।

১১। জেনে বুঝে add-ons ব্যবহার করুন। কেননা ইহা আপনার পেজ লোডিংকে ধীর করে দেয়।

১২। পর্ণ সাইট দেখা বাদ দেন। কেননা ঐ সাইট গুলো থেকে আপনার অজান্তে ভাইরাস ও ফালতু add-ons ইন্সটল হয়ে নেট স্পীড ধীর করে দেয়।

১৩। রেগুলার আপনার উইন্ডোজের temp file, recent history পরিষ্কার করুন। নেট ইনশাল্লাহ ভালো চলবে।

১৪। ডাউনলোড করার জন্য ভালো ডাউনলোড ম্যানেজার ব্যবহার করুন।

১৫। সব সময় browser এর stable ভার্সন ব্যবহার করুন।






By:
Asif Roney

Comments

Popular posts from this blog

fb Profile picture As EMO :)

Want your profile picture/someone else As EMO :) How? Type this [[USER]] and press Enter :) That's it :) First Put your facebook user name in [[here]],  like: [[fbdcpooka]] instead of [[USER]]. For that go to your/someone's profile and turn to Address Bar, you will get the username. Like mine:  http://www.facebook.com/dcPoOka "dcpooka" is the username :) for those who don't have a UserNam, u will get an ID. Like this: https://www.facebook.com/profile....php?id=10000********** "10000**********" is the username :) And u have to do type  [[10000**********]]  and Enter :) Start with mine ;) [[dcPoOka]]

TAG your friend in Any WORD you want :D

1.First you have to open your friend's account in a new tab whom you want to tag. 2. Suppose your friend is "Adnan Ahmed Khan".    And you will get in that new tab's address bar: "http://www.facebook.com/dcPoOka" 3.Now change  the "www"  into "graph". Like: "http://graph.facebook.com/dcPoOka" And Press Enter. After doing this you will get your friend's facebook ID. 4.Now Write this in your Status/Comment: @@[0:[paste that ID :0:Write any thing you want]]       Like: @@[0:[1725493483:0:i-adnan]]    than press ENTER. and you will see "i-adnan" and by clicking this it will be redirected to "Adnan Ahmed Khan"    thus your friend is Tagged. 5.And you done but remember to change the ID :) 6.If you like my post, Do Share & Comment :)