Skip to main content

Posts

Showing posts from December, 2011

fb Profile picture As EMO :)

Want your profile picture/someone else As EMO :) How? Type this [[USER]] and press Enter :) That's it :) First Put your facebook user name in [[here]],  like: [[fbdcpooka]] instead of [[USER]]. For that go to your/someone's profile and turn to Address Bar, you will get the username. Like mine:  http://www.facebook.com/dcPoOka "dcpooka" is the username :) for those who don't have a UserNam, u will get an ID. Like this: https://www.facebook.com/profile....php?id=10000********** "10000**********" is the username :) And u have to do type  [[10000**********]]  and Enter :) Start with mine ;) [[dcPoOka]]

কম্পিউটারের হ্যাং সমস্যা দূর করুন

উইন্ডোজ এক্সপিতে কাজ করতে গিয়ে অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যায় এবং Not Responding লেখা বার্তা আসে,তখন Close বাটনে টিপতে হয়।এর ফলে সকল কাজ বন্ধ হয়ে যায়।চাইলে আপনি এ সমস্যাটি এড়াতে পারেন। এজন্য Start/Run এ গিয়ে regedit লিখে Enter চাপুন। এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop ঠিকানায় যান ।এখন ডানপাশের AutoEndTask অপশনে দুই ক্লীক দিন এবং এখানে Value data হিসাবে 0 এর পরিবর্তে 1 লিখে OK করে বের হয়ে আসুন। এখন Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে,এর ফলে পিসি হ্যাং হবে না।

|| তোদের ১৪ই ফেব্রুয়ারী ||

আজ তোরা ভালোবাসবি, দেখা করবি, দেখা হলে কিস করবি, দেখা না হলে মিস করবি... কেউ লুকিয়ে কাঁদবি, কেউ অযথাই কাঁদাবি, আবার হেসে অন্যকে হাসাবি, আজ তোরা ভালোবাসবি... কেউ রিক্সা চরবি, কেউ পার্কে ঘুরবি, হাতে হাত রেখে আকাশ দেখবি, কোলে মাথা রেখে তারা গুনবি, আজ তোরা ভালোবাসবি... কেউ আবার একাই পথ চলবি, জোড়া গুনবি, রোমান্স দেখলে টিস করবি, হয়তো স্মৃতিকে মিস করবি, আজ তোরা ভালোবাসবি... কেউ আবার টেবিল এই থাকবি, কেউ নাক ডেকে ঘুমাবি, অকারণেই দ্বিধায় পরবি; নতুনকে আধো আলোয় ধরবি, আজ তোরা ভালোবাসবি...

ঝাপসা কাঁচ

হাঁটছি ফুটপাথে একা, বৃষ্টি ভেজা চশমার কাঁচ, সোডিয়াম এর আলোয় ঝাপসা স্মৃতি, তোমায় ফিরিয়ে দিলো.... গাড়ির হর্ন চমকে দিলো আমায়, কাঁচ মুছতেই পরিষ্কার বিষণ্ণ রাস্তা; একাকিত্তের বাস্তবতা মনে করিয়ে দিলো।  

|| পার্শ্ব-প্রতিক্রিয়া ||

অর্থহীন নিরর্থক নির্বাসন নির্যাতিত নির্মম মমতা নিষ্পেষিত অনিয়ত ক্ষমতায়ন নয়নাভিরাম নিয়ত নিন্দা নির্লজ্জ নির্দ্বিধা পুনরাবৃত্তি নিমজ্জিত নোংরা অনিদ্রা অনিন্দ্য অসম্পৃক্ত অকথ্য_ _অব্যক্ত অযথা অপব্যয় শিরোনামহীন অশালীনতা অবিশ্বাস্য দৃঢ়তার অদৃশ্যতা অমীমাংসিত অপূরণীয় অপূর্ণতা

তীরন্দাজ

অন্ধ তীরন্দাজ অন্ধকার রাত্রে, বন্ধুর পথ শিকার একটাই অন্ধত্বের আলো... নির্বাক তীরন্দাজ নিশ্চুপ নির্বাসন, অসতর্ক গতি শিকার একটাই নীরবতার শব্দ... তীরবিদ্ধ তীরন্দাজ রক্তাক্ত অশ্রু শিকার একটাই মৃত্যুর স্বাদ...

Why..

I can hear the sounds of silence, I can see the shadows of darkness, I can feel the screams of loneliness, I can catch the power of tiredness! But why i do such? Why? why? why? I am not among the beaus not that dizzy! Not even the obsessive hide_bounded, oh! Why i do fumigate my heart? from the love_sickness!! Just for compliance! Oh! Noh! How repulsive! Why do i do doze off every night? Like a addle weeny insect!!! Why after all those vigilance??Why? Why? Why?

|| অসুস্থতা ||

অশরীরী আত্মার আর্তনাদ- অন্তর জুড়ে বিষাক্ত অনুভূতি। দূষিত অশ্রু খনন, রক্তাক্ত বেদনা; ভালোবাসায় আক্রান্ত লাঞ্ছিত মনের মৃত্যু! অশরীরী আত্মার প্রলাপ- অন্তর জুড়ে নোংরা অনুভূতি। অবাঞ্ছিত স্থবিরতা, মুহূর্তের বিশালতা; অসমাপ্ত অলসতায়, অপরিনাম দিবাস্বপ্ন। ভালোবাসায় আক্রান্ত চেতনার মৃত্যু রক্তাক্ত অন্তর...

|| প্রথম ভালোবাসা ||

প্রথম ভালোবাসা বুকের ভেতর হাতুড়ি পেটা প্রথম ভালোবাসা দিবা স্বপ্নের মলিন মীমাংসা প্রথম ভালোবাসা বন্ধুত্বের আড়ালে কোণঠাসা প্রথম ভালোবাসা অকারণ মৌনিক অস্থিরতা প্রথম ভালোবাসা অপরিপক্ব অকৃত্তিম মায়া লালসা প্রথম ভালোবাসা অপূরণীয় বিস্তর শূন্যতা প্রথম ভালোবাসা...

সমর্পণ

আমার মন প্রান সবই যে তোমায় সঁপেছি । কখনো তোমার স্বত্বায় নিজেকে হারিয়ে খুঁজেছি । কখনো নয়ন দিয়ে স্পর্শ করে , কখনো মনন্তরে জড়িয়ে ধরেছি ।। ছায়া তো ধরা ছোঁয়ার বাইরে আমি তোমার ছায়া হয়ে , তোমার স্বত্বায় তোমাকে আলোকিত করে , তোমার সব অসমাপ্ত কান্নার , সমাপ্তি টেনেছি।।

TAG your friend in Any WORD you want :D

1.First you have to open your friend's account in a new tab whom you want to tag. 2. Suppose your friend is "Adnan Ahmed Khan".    And you will get in that new tab's address bar: "http://www.facebook.com/dcPoOka" 3.Now change  the "www"  into "graph". Like: "http://graph.facebook.com/dcPoOka" And Press Enter. After doing this you will get your friend's facebook ID. 4.Now Write this in your Status/Comment: @@[0:[paste that ID :0:Write any thing you want]]       Like: @@[0:[1725493483:0:i-adnan]]    than press ENTER. and you will see "i-adnan" and by clicking this it will be redirected to "Adnan Ahmed Khan"    thus your friend is Tagged. 5.And you done but remember to change the ID :) 6.If you like my post, Do Share & Comment :)