আজ তোরা ভালোবাসবি,
দেখা করবি,
দেখা হলে কিস করবি,
দেখা না হলে মিস করবি...
কেউ লুকিয়ে কাঁদবি,
কেউ অযথাই কাঁদাবি,
আবার হেসে অন্যকে হাসাবি,
আজ তোরা ভালোবাসবি...
কেউ রিক্সা চরবি,
কেউ পার্কে ঘুরবি,
হাতে হাত রেখে আকাশ দেখবি,
কোলে মাথা রেখে তারা গুনবি,
আজ তোরা ভালোবাসবি...
কেউ আবার একাই পথ চলবি,
জোড়া গুনবি,
রোমান্স দেখলে টিস করবি,
হয়তো স্মৃতিকে মিস করবি,
আজ তোরা ভালোবাসবি...
কেউ আবার টেবিল এই থাকবি,
কেউ নাক ডেকে ঘুমাবি,
অকারণেই দ্বিধায় পরবি;
নতুনকে আধো আলোয় ধরবি,
আজ তোরা ভালোবাসবি...
wow...valo laglo....(ratul)
ReplyDeletethanks :)
ReplyDeletejosssssssssssssss likhsish to!!!!!!!!!!!! :D
ReplyDeletesorrry.....amr naam kintu oishi.....likhte vule gesilam :p
ReplyDeletevala liksos...amr naam liklam naa..:p
ReplyDeletemoja pailam...sumbush
ReplyDelete