অশরীরী আত্মার আর্তনাদ-
অন্তর জুড়ে বিষাক্ত অনুভূতি।
দূষিত অশ্রু খনন,
রক্তাক্ত বেদনা;
ভালোবাসায় আক্রান্ত লাঞ্ছিত মনের মৃত্যু!
অশরীরী আত্মার প্রলাপ-
অন্তর জুড়ে নোংরা অনুভূতি।
অবাঞ্ছিত স্থবিরতা,
মুহূর্তের বিশালতা;
অসমাপ্ত অলসতায়,
অপরিনাম দিবাস্বপ্ন।
ভালোবাসায় আক্রান্ত চেতনার মৃত্যু
রক্তাক্ত অন্তর...
Comments
Post a Comment